BDcost Desk:
বিপিএলে খুলনা টাইটানসকে সর্বনিম্ন দলীয় রানের লজ্জা ‘উপহার’ দিয়েছে রংপুর রাইডার্স। শহিদ আফ্রিদি ও আরাফাত সানীর ঘূর্ণি জাদুতে গতকাল মাত্র ৪৪ রানেই অলআউট হয় মাহমুদউল্লাহর দল। জবাবে এক উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় রংপুর। বিপিএলে আগের সর্বনিম্ন দলীয় রানের রেকর্ড ছিল বরিশাল বুলসের দখলে। গত বছর সিলেট সুপারস্টার্স তাদের ৫৮ রানে অলআউট করেছিল। ওই ম্যাচে শহিদ আফ্রিদি, রুবেল ও শহিদ প্রত্যেকেই ২টি করে উইকেট পেয়েছিলেন। সর্বোচ্চ ৩টি উইকেট পেয়েছিলেন রবি বোপারা। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই খুলনার ব্যাটসম্যানদের স্পিন বিষে নীল করেন সোহাগ গাজী, আফ্রিদি ও সানী। রংপুরের এই তিনজনের ঘূর্ণি জাদুতে দিকভ্রান্ত খুলনা শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায়। সর্বোচ্চ ১২ রানের ইনিংস খেলেছেন শুভাগত হোম। বাকি কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে রান পাননি। খুলনার শেষের তিন ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি। শহিদ আফ্রিদি প্রথমবারের মতো বিপিএলে ৪ উইকেট শিকার করেছেন। ৩৬ বছর বয়সী স্পিনারের বোলিং স্পেল ছিল ৩ ওভারে ১৩টি ডট বল, ১২ রানে ৪ উইকেট। এ ছাড়া আরাফাত সানী তুলে নিয়েছেন ৩টি উইকেট। তার বোলিং স্পেল ছিল ২.৪ ওভারে ১৬টি ডট বল, শূন্য রানে ৩ উইকেট।
বিঃ দ্রঃ জাতীয়, আন্তর্জাতিক, লাইফস্টাইল, শিক্ষা, টেকনোলজি, খেলাধুলা, বিনোদন, ইত্যাদি। বাংলা নিউজ রেগুলার আপনার ফেসবুক টাইমলাইনে পেতে লাইক দিন আমাদের ফ্যান পেজ বিডিকষ্ট্।